এশিয়া
চীনে ৭ দিনে ৬৩ হাজার রোগী হাসপাতালে ভর্তি
বেইজিং, ২০ জানুয়ারি – প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ থামছেই না চীনে। বেইজিংয়ের দেওয়া তথ্যের বরাত দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, চীনে এক সপ্তাহে ৬৩ হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। খবর রয়টার্সের।
গতকাল বৃহস্পতিবার ডব্লিউএইচও’র প্রকাশিত সাপ্তাহিক প্রতিবেদনে চীনে হাসপাতালগুলোতে রোগীর এ উল্লম্ফনের খবর এলো। এর আগে কয়েকদিন আগে কোভিডজনিত কারণে চীন প্রায় ৬০ হাজার অতিরিক্ত মৃত্যুর তথ্যও দিয়েছিল।
তবে দেশটি সেইসব মৃত্যুকে তাদের সরকারি তালিকায় অন্তর্ভুক্ত করেনি।
বেইজিং থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে বৃহস্পতিবার এ সংস্থাটি জানায়, ১৫ জানুয়ারি শেষ হওয়া সপ্তাহে ৬৩ হাজার ৩০৭ জন কোভিড নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, আগের সপ্তাহের তুলনায় যা ৭০ শতাংশ বেশি।
সূত্র: আমাদের সময়
আইএ/ ২০ জানুয়ারি ২০২৩