জানা-অজানা

বিশ্বে করোনায় আক্রান্ত ৬ কোটি ২৫ লাখ ছাড়িয়েছে

সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ছয় কোটি ২৫ লাখ ৭৩ হাজার দু’শ ২৫ জন এবং মারা গেছে ১৪ লাখ ৫৮ হাজার তিনশ নয়জন।

আক্রান্তদের মধ্যে অবশ্য এরই মধ্যে সুস্থ হয়েছে চার কোটি ৩১ লাখ ৯৪ হাজার ৫৯ জন। এখনো করোনা আক্রান্ত অবস্থায় আছে এক কোটি ৭৯ লাখ ২০ হাজার আটশ ৫৫ জন। আক্রান্তদের মধ্যে এক লাখ পাঁচ হাজার দু’শ পাঁচজনের অবস্থা গুরুতর।

করোনা আক্রান্ত দেশের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রে। সে দেশে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৩৬ লাখ ১০ হাজার তিনশ ৩৭ জন এবং মৃতের সংখ্যা দুই লাখ ৭২ হাজার দু’শ ৫৪ জন।

এ তালিকায় দুই নম্বরে রয়েছে ভারত ও তিনে ব্রাজিল। তারপর যথাক্রমে রাশিয়া, ফ্রান্স, স্পেন, ব্রিটেন, ইতালি, আর্জেন্টিনা ও কলম্বিয়া রয়েছে।

সূত্র : ওয়ার্ল্ডওমিটার

আর/০৮:১৪/২৯ নভেম্বর

Back to top button