ইউরোপ

স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যু ইউক্রেনের জন্য বড় ধাক্কা

কিয়েভ, ১৮ জানুয়ারি – রাজধানী কিয়েভে হেলিকপ্টার দুর্ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী এবং একই মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী-সচিবের মৃত্যু ইউক্রেনের জন্য বড় আঘাত বলে জানিয়েছেন আল-জাজিরা। সংবাদমাধ্যমটির প্রতিবেদক নাতাচা বাটলার বলেছেন, এই দুর্ঘটনা সরকারি পর্যায়ে বড় ধাক্কা।

বাটলার বলেন, দেশটির সর্বোচ্চ পদগুলোর মধ্যে অন্যতম পদে দায়িত্ব পালন করছিলেন তারা।

ইউক্রেন যখন রাশিয়ার সঙ্গে যুদ্ধে জর্জরিত তখন এ ধরনের মর্মান্তিক খবর সামনে এল। তাই নিঃসন্দেহে এই হতাহতের ঘটনা ইউক্রেনের জন্য বড় ধাক্কা।

এর আগে ইউক্রেনের রাজধানীতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এ ঘটনায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১৮ জন নিহত হয়েছে।

জানা গেছে, কিয়েভের পূর্বাঞ্চলে একটি কিন্ডারগার্টেনের কাছে হেলিকপ্টারটি মারাত্মকভাবে বিধ্বস্ত হয়। নিহতদের মধ্যে তিনজন শিশুও রয়েছে। তাছাড়া চিকিৎসার জন্য ১৫ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ডেনিস মোনাস্তিরস্কি। তার সঙ্গে আরও আটজন হেলিকপ্টারটিতে ছিল।

ইউক্রেনের জাতীয় পুলিশ প্রধান ইহোর ক্লাইমেনকো ফেসবুকে জানিয়েছেন, হেলিকপ্টারটি ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সার্ভিসের অধীনে ছিল।

কিয়েভের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সি কুলেবা বলেছেন, ব্রোভারি ট্র্যাজেডিতে ২৯ জন আহত হওয়ার পাশাপাশি ১৮ জন নিহত হয়েছেন।

সূত্র: জাগো নিউজ
এম ইউ/১৮ জানুয়ারি ২০২৩

Back to top button