জাতীয়

আমরা হাত গুটিয়ে থাকব না

ঢাকা, ১৭ জানুয়ারি – অন্যায়কারীদের প্রতিরোধ করতে হাত তোলা নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। পুলিশ-প্রশাসনের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে এই বিএনপি নেতা বলেন, ‘হাত চালানোর আগে সাবধানে চালাবেন। আমরাও হাত গুটিয়ে থাকব না। আমাদের

দাবি আমরা আদায় করব।’

গতকাল সোমবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন গয়েশ্বরচন্দ্র রায়। সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের তৃতীয় কর্মসূচি হিসেবে এই সমাবেশের আয়োজন করা হয়।

২০১৮ সালের নির্বাচনের আগে সরকার প্রশাসনের লোকদের ঘুষ দিয়েছে অভিযোগ করে গয়েশ^র বলেন, ‘যে সরকার প্রশাসনের লোকদের ঘুষ দেয়, সেই সরকারের নৈতিক অধিকার নেই কারও দিকে আঙুল তোলার। কারণ প্রশাসন ও সরকার যৌথভাবে দেশে লুটপাট করছে, দুর্নীতি করছে।’

গয়েশ্বরচন্দ্র রায় বলেন, ‘রক্তচক্ষু, মামলা-মোকাদ্দমা, খুন, গুম ও ফাঁসি- এসব শব্দ উচ্চারণ করে দেশপ্রেমিক নাগরিকদের থামিয়ে রাখা যাবে না। মামলা-মোকদ্দমার ভয় দেখিয়ে লাখ নেই। আর গুম-খুনের ভয় দেখিয়ে লাভ নেই। জনগণ এই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।’

সূত্র: আমাদের সময়
আইএ/ ১৭ জানুয়ারি ২০২৩

Back to top button