জাতীয়

স্বাধীন ইসি তৈরি করেছে আওয়ামী লীগ

ঢাকা, ১৬ জানুয়ারি – পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার সম্পূর্ণ স্বাধীন নির্বাচন কমিশন তৈরি করেছে। আওয়ামী লীগ স্বচ্ছ নির্বাচনে বিশ্বাস করে।’ আজ সোমবার রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

এ কে আব্দুল মোমেন বলেন, ‘ভোট ও ভাতের অধিকারের জন্য বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ সব সময় সংগ্রাম করেছে। স্বচ্ছ ও সুন্দর নির্বাচন যাতে হয় সেজন্য আওয়ামী লীগ ছবিযুক্ত ভোটার তালিকা তৈরি করেছে, স্বচ্ছ ব্যালটবাক্স উপহার দিয়েছে। বিশেষ করে সম্পূর্ণ স্বাধীন নির্বাচন কমিশন তৈরি করেছে। এখন বিএনপির আমলের এক কোটি ২৩ লাখ ভুয়া ভোটারের আমল চলে গেছে। ১০টা হোন্ডা, ২০টা গুন্ডার দিন চলে গেছে। আর আজিজ মার্কা নির্বাচন কমিশনও নেই। এ জন্য বোধহয় তাদের (বিএনপি) অন্তরে এত জ্বালা।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ স্বচ্ছ নির্বাচনে বিশ্বাস করে। আওয়ামী লীগের শক্তি হচ্ছে জনগণ। আমাদের স্লোগান হচ্ছে আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব। তাই আমাদের এ নিয়ে দুশ্চিন্তার প্রয়োজন নেই।’

সরকারের উন্নয়ন দেখে দেশবিরোধী, উন্নয়ন বিরোধী এবং সরকার বিরোধী কিছু স্বার্থন্বেষী লোক মিথ্যা, বানোয়াট প্রচারণায় উঠে পড়ে লেগেছে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা গুজব ছড়িয়ে সরকার অর্জনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। মানুষকে বিভ্রান্ত করতে চায়।’

গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অর্থনীতির সব সূচক স্থিতিশীল ও বলিষ্ঠ। বিশ্বব্যাংক ও আইএমএফের এসব আশঙ্কা অমূলক।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কিছু সংখ্যক গোষ্ঠী বিভিন্ন ইস্যু নিয়ে দেশের শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত করার চেষ্টা করছে। দেশ ও জনগণের মঙ্গলের জন্য স্থিতিশীলতা প্রয়োজন। শান্তি ও স্থিতিশীলতার জন্য যা যা করার দরকার ও প্রয়োজন তা সরকার করে যাবে।’

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত দেশ। সেই লক্ষ্য অর্জনে পররাষ্ট্র মন্ত্রণালয় অর্থনৈতিক কূটনীতি, পাবলিক কূটনীতি এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা পলিসি চালু করেছে। এর উদ্দেশে দেশের সম্পত্তি ও জনশক্তিকে কাজে লাগানোর জন্য অধিকতর বাণিজ্য বৃদ্ধি।’

সরকারি দলের সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান বলেন, ‘বিএনপি নির্দলীয় নিরপেক্ষ সরকারের কথা বলছে। এটি অসাংবিধানিক। তারা ২৭ দফা দিয়েছে। তারা রাষ্ট্র মেরামতের কথা বলছে। যারা রাষ্ট্র ধ্বংস করেছে, লুটপাট করেছে তারাই এখন রাষ্ট্র মেরামতের কথা বলছে। এটি তাদের মানায় না।’

অন্যদের মধ্যে সরকারি দলের সংসদ সদস্য মোসলেম উদ্দীন, জাফর আলম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার, রত্না আহমেদ, বিকল্প ধারার আব্দুল মান্নান প্রমুখ বক্তব্য দেন।

সূত্র: সমকাল
আইএ/ ১৬ জানুয়ারি ২০২৩

Back to top button