ঢালিউড

লোকজন হলিউডের ছবি রেখে বাংলা সিনেমা দেখছে

ঢাকা, ১৫ জানুয়ারি – হলিউড রেখে বাংলা সিনেমা লাইন ধরে দেখেছে লোকজন, সামনে এমন দৃশ্য নিয়মিত হবে বলে আশা করছেন ঢাকাই চলচ্চিত্রের রোমান্টিক নায়ক রিয়াজ।

নরসিংদীর মাধবদীর একটি রিসোর্টে শনিবার বনভোজনের আয়োজন করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।

সেখানেই এ মন্তব্য করেন বাংলা চলচ্চিত্রের অভিনেতা রিয়াজ।
জনপ্রিয় ওই অভিনেতা বলেন, ‘আমাদের এখানে অনেক গুণী শিল্পী এসেছেন, ছোট বড়রা এসেছেন। আমরা সবাই মিলে আনন্দ করছি। এটা আমাদের অনেক বড় সাকসেস ফুল একটা অ্যারেঞ্জমেন্ট। ’

ইলিয়াস কাঞ্চন নিপুণ কমিটি প্রসঙ্গে বলেন, ‘এই কমিটি অ্যাক্টিভ, বিগত দিনে দিনে যা যা করেছি খুবই দায়িত্বের সাথে করেছি। আপনারা দেখেছেন যে আনন্দের দিনেও পুরনো শিল্পীদের, হারিয়ে যাওয়া নক্ষত্রদের আমাদের মাঝে রেখেছি। আপনারা দেখেছেন আমরা সব কিংবদন্তি শিল্পীদের স্মরণ করেছি তাদের বিলবোর্ড সাজিয়ে। আমার কাছে মনে হয় যে আমরা চেষ্টা করেছি। আমরা আমাদের সবটুকু দিয়ে চেষ্টা করেছি। ’

চলচ্চিত্রের উন্নয়নে শিল্পী সমিতি কী কাজ করছে? এমন প্রশ্নের জবাবে অভিনেতা রিয়াজ বলেন, ‘আসলে শিল্পী সমিতি একা চলচ্চিত্রের সবকিছু বদলে দিতে পারবে না, উন্নয়ন করতে পারবে না। আমার মনে হয়, আমরা সবাইকে ডেকেছি, সবার সঙ্গে কথা বলেছি। ’

নায়ক রিয়াজ বলেন, ‘এসবের ধারাবাহিকতায় গত বছর আমাদের বেশ কিছু সিনেমা ভালো গেছে। লোকজন হলিউডের ছবি রেখে আমাদের ছবি দেখেছে, লাইন দিয়ে বাংলা ছবি দেখছে। আমি সেসব শিল্পীদের, পরিচালকদের ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা এ ধরনের ইন্ডাস্ট্রি হাউজফুল দেখতে চাই, আশা করছি আমরা দেখতে পারবো আগামীতে। আমরা চেষ্টা করে যাচ্ছি। ’

আইএ/ ১৫ জানুয়ারি ২০২৩

Back to top button