জাতীয়

ঘরে ফিরল মেট্রোরেল স্টেশনে জন্ম নেওয়া ‘রাজত্ব’

ঢাকা, ১৪ জানুয়ারি – সুস্থ হয়ে ঘরে ফিরেছে আগারগাঁওয়ে মেট্রোরেল স্টেশনে জন্ম নেওয়া শিশু ‘রাজত্ব’। আজ শিশু ও তার মা সোনিয়া রানীকে ধানমন্ডির রেনেসাঁ হাসপাতাল থেকে উত্তরার নলভোগের বাসায় নেওয়া হয়।

শুক্রবার (১৩ জানুয়ারি) রাজত্বের বাবা সুকান্ত সাহা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

সুকান্ত সাহা বলেন, ‘জন্মের পর রাজত্বের কিছু শারীরিক সমস্যা দেখা দেয়। এজন্য তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) রাখা হয়। তবে বর্তমানে আমার ছেলে ও স্ত্রী দুজনই সুস্থ। এজন্য তাদের বাড়িতে নেওয়া হয়েছে।’

 

এর আগে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) আগারগাঁওয়ে মেট্রোরেল স্টেশনের ফার্স্ট এইড সেন্টারে ফুটফুটে শিশুর জন্ম দেন সোনিয়া রানী রায়। এ সময় মেট্রোরেলের চিকিৎসক, যাত্রী ও রোভার স্কাউটের এক নারী সদস্যরা প্রসবে সহায়তা করতে এগিয়ে আসেন। সন্তান প্রসবের পর মা ও সন্তানকে অ্যাম্বুলেন্সে ধানমন্ডির একটি হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকা শিশুটিকে দেখতে যান মেট্রোরেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তারা শিশুটির জন্য উপহারসামগ্রী নিয়ে যান। পাশাপাশি মেট্রোরেলে আজীবন তাকে বিনামূল্যে চলাচল করার সুযোগ দেওয়ার বিষয়টিও চিন্তাভাবনা করছে কর্তৃপক্ষ।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ১৪ জানুয়ারি ২০২৩

Back to top button