জাতীয়

ইউরোপের বাজারে বেড়েছে পোশাক রপ্তানি

ঢাকা, ১৩ জানুয়ারি – বিভিন্ন প্রতিকূল অবস্থা অতিক্রম করেও বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রেখেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে মন্দার কথা বলা হচ্ছে। বিশ্বব্যাপী বেড়ে গেছে জীবনযাত্রার ব্যয়। তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে কয়েক গুণ।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অর্থনীতির গতি কমে গেছে। তবুও ইউরোপের বাজারে তৈরি পোশাকের ইতিবাচক প্রবৃদ্ধির ব্যাপারে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান বলেন, গত বছরের ডিসেম্বর পর্যন্ত আমরা ইউরোপের বাজারে খুবই ভালো করেছি, যার প্রতিফলন দেখা দিচ্ছে এই প্রবৃদ্ধিতে। ইউরোপের ক্রেতারা এখন আমাদের থেকে অনেক বেশি উচ্চমূল্যের পোশাক কিনছে। তৈরি পোশাক রপ্তানি বাড়ার অন্যতম কারণ এটি। আগে তারা বাংলাদেশ থেকে কম দামের পোশাক অর্ডার করত। টাকার মানে প্রবৃদ্ধি হলেও পোশাকের অর্ডারের ভলিউম কমেছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, গত বছরের তুলনায় চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম ছয় মাস জুলাই-ডিসেম্বর সময়ে তৈরি পোশাকের ইউরোপের বাজারে রপ্তানি বেড়েছে ১৭ শতাংশ। এ সময়ে ইউরোপীয় ইউনিয়নে ১১ দশমিক ৫০ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। গত ২০২১-২২ অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ৯ দশমিক ৮৭ বিলিয়ন ডলার।

ইপিবির পরিসংখ্যান বলছে, জার্মানি, স্পেন, ফ্রান্সে রপ্তানির প্রবদ্ধি অব্যাহত আছে। ইউরোপীয় ইউনিয়নের মধ্যে অন্যতম প্রধান বাজার জার্মানিতে গত ছয় মাসে পোশাক রপ্তানি বেড়েছে। গত বছরের একই সময়ের তুলনায় জার্মানিতে তৈরি পোশাক রপ্তানি ৩ দশমিক ৫৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩ দশমিক ৪৫ বিলিয়ন ডলারে হয়েছে। রপ্তানি প্রবৃদ্ধির ধারা অব্যাহত আছে স্পেন ও ফ্রান্সেও। চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম ছয় মাসে স্পেনে রপ্তানি বেড়েছে ১৭ দশমিক ৬২ শতাংশ এবং ফ্রান্সে ৩৩ দশমিক শূন্য ৮ শতাংশ।

মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি ২০২২-২৩ সালের জুলাই-ডিসেম্বর মাসে ৪ দশমিক ২৭ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে, যার প্রবৃদ্ধি গত বছরের একই সময়ের তুলনায় মাত্র ১ দশমিক ১১ শতাংশ। যুক্তরাজ্য ও কানাডায় রপ্তানি প্রবৃদ্ধি ধরে রেখেছে বাংলাদেশ। দেশ দুটিতে তৈরি পোশাক রপ্তানি হয়েছে যথাক্রমে ২ দশমিক ৩৯ বিলিয়ন ডলার এবং ৭৭৪ দশমিক ১৬ মিলিয়ন ডলার। প্রবৃদ্ধির হার ছিল যথাক্রমে ১১ দশমিক ৮৯ শতাংশ এবং ২৮ দশমিক ৪২ শতাংশ।

উল্লেখ্য, বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির অন্যতম সম্ভাবনাময় দেশ হচ্ছে জাপান। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে জাপানে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ৪২ দশমিক ৫৪ শতাংশ। রপ্তানি আয় এসেছে ৭৫৪ দশমিক ৭২ মিলিয়ন ডলার।

অপরদিকে, ভারতে পোশাক রপ্তানিতে বাংলাদেশ বেশ আশা দেখিয়েছে। চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম ছয় মাসে ৫৫ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছেন বাংলাদেশের রপ্তানিকারকরা। যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৫০ শতাংশ বেশি।

গত বছরের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের পর থেকেই বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক রপ্তানিতে উল্লম্ফন দেখা যাচ্ছে। আগামী দিনগুলোতেও বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ জনসংখ্যার দেশ ভারতে পোশাক রপ্তানির এই ইতিবাচক ধারা অব্যাহত থাকবে বলে আশার কথা শুনিয়েছেন সরকারের নীতিনির্ধারক, অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/১৩ জানুয়ারি ২০২৩

Back to top button