দক্ষিণী নায়ক রামচরণকে ছুঁয়ে দেখতে চান শাহরুখ
মুম্বাই, ১১ জানুয়ারি – এসএস রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’ ছবি গত বছর দুনিয়াজুড়ে ঝড় তুলেছিল। সিনেমাটির চূড়ান্ত সফলতার আসল নায়ক পরিচালক রাজামৌলি এবং ছবির দুই মূল তারকা রামচরণ ও জুনিয়র এনটি আর।
ছবির ‘নাটু নাটু’ গানটি ইতোমধ্যে গোল্ডেন গ্লোবে সেরা গানের পুরস্কার জিতে নিয়েছে। ২০২৩-এর অস্কার পুরস্কারে সেরা বিদেশি ভাষার ছবির বিভাগেও মনোনয়নের সম্ভাব্য তালিকায় রয়েছে ‘আরআরআর’।
তবে চূড়ান্ত তালিকায় পৌঁছায় কিনা, সেই অপেক্ষায় রয়েছেন লাখ লাখ ভারতীয়। বলিউড কিং শাহরুখ খানও তেমনটাই প্রত্যাশা করছেন। আর তাই খানিকটা শিশুসুভল ভঙ্গিমায় রামচরণের কাছেই বায়না করে বসলেন এই সুপারস্টার।
বুধবার পাঠান ছবির ট্রেলার মুক্তির পর দক্ষিণী অভিনেতা রামচরণ এক টুইটবার্তায় শাহরুখের ছবির সাফল্য কামনা করে শুভেচ্ছাবার্তা পাঠান।
জবাবে শাহরুখ লেখেন- তোমাকে অনেক ধন্যবাদ, যখন অস্কার নিয়ে দেশে আসবে তোমরা, আমাকে ছুঁয়ে দেখতে দিও।
আরআরআর ছবির গান বিদেশের মাটিতে পুরস্কৃত হওয়ায় ফের টুইট করেন শাহরুখ। তিনি লেখেন- সকালে উঠেই এই ভালো খবরটা পেলাম, তারপর থেকে ‘নাটু নাটু’ ছন্দেই দুলছি।
অভিনেতার পোস্টের পালটা জবাবে শাহরুখকে ‘পাঠান’-এর জন্য আগাম শুভেচ্ছা জানান পরিচালক রাজামৌলি।
আইএ/ ১১ জানুয়ারি ২০২৩