জাতীয়

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের আরোগ্য কামনা ভুটানের প্রধানমন্ত্রীর

ঢাকা, ২৮ নভেম্বর- করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের দ্রুত আরোগ্য কামনা করেছেন ভুটানের প্রধানমন্ত্রী ড. লোটে শেরিং।

শনিবার (২৮ নভেম্বর) এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, ভুটানের প্রধানমন্ত্রী শুক্রবার (২৭ নভেম্বর) পররাষ্ট্রমন্ত্রীকে লেখা এক বার্তায় ড. মোমেন করোনা আক্রান্ত হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। যথাযথ চিকিৎসার মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দ্রুত আরোগ্য লাভ করে তার দায়িত্ব পুনরায় শুরু করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন লোটে শেরিং।

এছাড়া ভুটানের পররাষ্ট্রমন্ত্রী টান্ডি দর্জি ও পররাষ্ট্র সচিব কিংয়ে সিংয়ে পৃথক বার্তায় মোমেনের দ্রুত আরোগ্য কামনা করেন।

গত ২৪ নভেম্বর করোনা আক্রান্ত হন পররাষ্ট্রমন্ত্রী।

সূত্র: জাগোনিউজ

আর/০৮:১৪/২৮ নভেম্বর

Back to top button