অজান্তেই বিরাট ভুল, ক্ষমা চাইলেন অমিতাভ বচ্চন
মুম্বাই, ০৯ জানুয়ারি – বলিউডের ‘শাহেনশা’ অমিতাভ বচ্চন। টুইট করতে গিয়ে ভুল করায় নিজের ভুলকে ‘ভয়াবহ ভুল’ হিসেবে আখ্যা দিয়ে ক্ষমা চেয়েছেন ভক্তদের কাছে।
ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যমে লেখা হয়, অমিতাভ সোশাল মিডিয়ায় বেশ সক্রিয়। টুইটারে তিনি যত টুইট করেন, তার হিসাবও রাখেন। নম্বর দিয়ে টুইট করেন তিনি, প্রতিটি টুইটে নম্বরের আগে জুড়ে দেন ‘T’।
গতকাল রোববার তিনি এক টুইটে লেখেন- ‘T-৪৫১৫-ভয়াবহ ভুল! T-৪৫১৪ এর পর থেকে সব ভুল। যেগুলো T-৫৪২৪, ৫৪২৫, ৫৪২৬…এভাবে গেছে, সেগুলো হবে T-৪৫১৫, ৪৫১৬, ৪৫১৭…এভাবে। ক্ষমা চেয়ে নিচ্ছি।’
এ পর্যন্ত অমিতাভের টুইটের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫১৫। তারপরেই সংখ্যা গুলিয়ে ফেলেন তিনি। ৪৫১৪ নম্বর টুইটের পর ভুল করে এক হাজার বাড়িয়ে লিখে দেন ৫৪২৪।
ভক্তদের অনেকেই দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন তাতে। কেউ কেউ ভাবছিলেন, মাঝের এক হাজার টুইট গেল কই? সেই সংশয় কাটাতে রোববার দুপুরে ক্ষমা প্রার্থনার টুইটটি করেন তিনি।
আইএ/ ০৯ জানুয়ারি ২০২৩