দক্ষিণ এশিয়া
ধর্ষকের মাকে গুলি করলেন কিশোরী
নয়াদিল্লি, ৮ জানুয়ারি – ভারতের দিল্লিতে ১৬ বছর বয়সী এক কিশোরীকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। অভিযোগ, ওই কিশোরী ২০২১ সালে এক কিশোরের কাছে ধর্ষণের শিকার হয়েছেন। তার মাকেই গুলি করেছেন তিনি। এতে ওই নারী আহত হয়েছেন বলে দিল্লির পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। খবর এনডিটিভির।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, দিল্লির ভজনপুরা অঞ্চলে গতকাল রোববার ওই কিশোরী ৫০ বছর বয়সী ওই নারীকে সন্ধ্যা সাড়ে পাঁচটায় গুলি করে।
এনডিটিভি বলছে, ওই নারী মুদি দোকান চালান এবং তার ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ছিল। পুলিশ জানিয়েছে, আহত নারীকে জিটিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় তদন্ত চলছে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।
সূত্র: আমাদের সময়
আইএ/ ৮ জানুয়ারি ২০২৩