বিচিত্রতা

৬ মাসেই শিশুর জন্ম, ওজন মাত্র ৪০০ গ্রাম

২৪ সপ্তাহ গর্ভে থাকার পর এক শিশুর জন্ম হয়েছে ভারতের পুনেতে। শিভানা নামে ওই শিশুর ওজন মাত্র ৪০০ গ্রাম।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ২১ মে জন্ম হয় শিভানার। এরপর তিন মাসের বেশি সময় আইসিইউতে রাখা হয়। ৯৪ দিন আইসিইউতে রাখার পর তার ওজন হয় ২ কেজি ১৩০ গ্রাম। ২৩ আগস্ট শিশুটিকে হাসপাতাল থেকে ছাড়া হয়। এ সময় তার ওজন বেড়ে পাঁচগুনেরও বেশি হয়।

স্বাভাবিক সময়ে একটি শিশুর জন্ম হলে সাধারণত ওজন হয় আড়াই কেজি।শিভানার চিকিৎসক জানিয়েছেন, ‘ভারতে শিভানা-ই সবচেয়ে কম ওজনে জন্ম নেওয়া শিশু।

এম ইউ

Back to top button