পুকুরে মিলল জাটকা ইলিশ
লক্ষ্মীপুর, ০৪ জানুয়ারি – লক্ষ্মীপুরের কমলনগরে পুকুরে জাল ফেলতেই উঠে এলো আটটি জাটকা ইলিশ মাছ। প্রতিটি ইলিশ সাত থেকে আট ইঞ্চি আকারের। বুধবার (০৪ জানুয়ারি) দুপুরে উপজেলার দক্ষিণ চরমার্টিন গ্রামের মানিকগঞ্জ বাজার এলাকার একটি পুকুর থেকে এসব ইলিশ পাওয়া গেছে।
স্থানীয় সূত্র জানায়, ব্যবসায়ী মাকসুদুর রহমান মানিক দুপুরে তার বাড়ির পুকুরে মাছ ধরতে জাল ফেলেন।
এতে আটটি জাটকা ইলিশ উঠে আসে। মেঘনার অতিরিক্ত জোয়ারে নিম্নাঞ্চলে প্লাবিত হয়। পুকুরটি নদীর কাছেই অবস্থিত। ধারণা করা হচ্ছে অতিরিক্ত জোয়ারের সময় পুকুরটিতে ইলিশ ঢুকে পড়তে পারে।
মাকসুদুর রহমান মানিক বলেন, ইলিশগুলো রান্নার জন্য নিয়ে গেছি। ধারণা করা হচ্ছে পুকুরে আরো ইলিশ থাকতে পারে। একেকটি ইলিশের ওজন প্রায় ২০০ গ্রাম।
লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে পুকুরটি যেহেতু নদীর কাছাকাছি। নদীতে অতিরিক্ত জোয়ারের সময় নিম্নাঞ্চল প্লাবিত হয় ৷ তখন ওই পুকুরটিতে ইলিশ ঢুকতে পারে। এ ছাড়া অন্য কোনো ভাবে পুকুরে জীবিত ইলিশ আসা সম্ভব না।
সূত্র: কালের কণ্ঠ
এম ইউ/০৪ জানুয়ারি ২০২৩