জাতীয়

মেধাভিত্তিক ছাত্ররাজনীতি গড়ে তুলতে হবে

ঢাকা, ৪ জানুয়ারি – ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, মেধাভিত্তিক ছাত্ররাজনীতি গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণাগারে রূপান্তরে কাজ করছে সংগঠন।

বুধবার (৪ জানুয়ারি) বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

সাদ্দাম হোসেন বলেন, ‘ছাত্রলীগের কর্মীরা শপথ গ্রহণ করছেন জাতির পিতার সোনার বাংলা গড়ার সংগ্রামে, আমরা আগামী দিনে আরও বলীয়ান থাকব। ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীরা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নেতৃত্বে আমাদের যে অসাধারণ অর্থনৈতিক প্রবৃদ্ধির যাত্রা, আমাদের দেশের যে সামাজিক-সাংস্কৃতিক বিপ্লব, ডিজিটাল বিপ্লবের ধাপ পেরিয়ে স্মার্ট বাংলাদেশের পথে আমাদের অভিযাত্রা, সেই যাত্রাকে আমরা সুনিশ্চিত করতে চাই।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো হবে গবেষণা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশে পলিসি পলিটিকস ছাত্ররাজনীতি চালু হবে। বিশ্বের শিক্ষামানচিত্রে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো অবস্থান করবে। তাই মেধাভিত্তিক ছাত্ররাজনীতি গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণাগারে রূপান্তরে কাজ করছে ছাত্রলীগ।’

 

সংগঠনটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য, উদ্দেশ্য এবং স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে ছাত্রলীগ কাজ করে যাচ্ছে। আগামী নির্বাচনে সরকারের পক্ষে কাজ করে আওয়ামী লীগকে রাষ্ট্রক্ষমতায় আনাই বড় চ্যালেঞ্জ। আমরা লাল-সবুজের পতাকায় বিশ্বাসী। মুজিব আদর্শে অনুপ্রেরণা পাওয়া, শেখ হাসিনার নীতি-নৈতিকতায় বিশ্বাসী শিক্ষার্থীরাই ছাত্রলীগ করবেন।’

বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনটির নেতাকর্মীরা। প্রথমে কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা ছাত্রলীগ।

পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে কেক কাটে বাংলাদেশ ছাত্রলীগ।

সূত্র: সময় টিভি
আইএ/ ৪ জানুয়ারি ২০২৩

Back to top button