ক্রিকেট

সিলেটের হয়ে খেলতে মোহাম্মদ আমির এখন ঢাকায়

ঢাকা, ০৩ জানুয়ারি – বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের মাঠের লড়াই শুরু হবে আগামী ৬ জানুয়ারি। এজন্য গতকাল (২ জানুয়ারি) থেকেই ঢাকা আসতে শুরু করেছেন বিপিএলের বিদেশি ক্রিকেটাররা। এবার রাজধানীতে পা রেখেছেন মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন সিলেট স্ট্রাইকার্সের পাকিস্তানি রিক্রুট মোহাম্মদ আমির।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান পাকিস্তানের ৩০ বছর বয়সী বাঁহাতি এই গতি তারকা।

এই তথ্য নিশ্চিত করেছেন সিলেট স্ট্রাইকার্সের মিডিয়া ম্যানেজার মিনহাজউদ্দীন। তিনি জানিয়েছেন, আজ সকালে পাকিস্তানের সাবেক তারকা পেসার আমির রাজধানীতে পা রেখেছেন।

এদিকে বিপিএলের জন্য একজন দুজন করে বিদেশি ক্রিকেটার ও কোচ আসতেও শুরু করেছেন। খুলনা টাইগার্সের ডাচ ক্রিকেটার পল ফন মেকেরিন এবং সহকারি কোচ মারিও ভিল্লাভিরায়নও আজ ঢাকা পৌঁছেছেন। সোমবার (২ জানুয়ারি) ঢাকায় পৌঁছেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের তিন বিদেশি ওসমান খান, পুষ্প কুমারা ও খাজা নাফি।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০৩ জানুয়ারি ২০২৩

Back to top button