আল-আকসার ইমামকে তুলে নিয়ে ইসরায়েলি গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদ
জেরুজালেম, ০৩ জানুয়ারি – ইসরায়েলের দখল করা পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদের ইমাম শেখ একরিমা সাবরিকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার জিজ্ঞাসাবাদের জন্য তাকে তুলে নেয় ইসরায়েলি বাহিনী। একরিমা সাবরির পরিবারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ডেইলি সাবাহ।
নাম প্রকাশে অনিচ্ছুক একরিমা সাবরির পরিবারের এক সদস্য বলেন, পূর্ব জেরুজালেমে আল-সুওয়ানেহ এলাকায় সাবরির বাড়িতে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী।
আনাদোলু এজেন্সিকে ওই ব্যক্তি বলেন, নির্দিষ্ট কোনো কারণ ছাড়াই জিজ্ঞাসাবাদের জন্য সাবরিকে তুলে নিয়ে যাওয়া হয়। তবে এ নিয়ে এখন পর্যন্ত মুখ খোলেনি ইসরায়েলি বাহিনী।
ডেইলি সাবাহ’র প্রতিবেদনে জানানো হয়, ইমাম শেখ একরিমা সাবরি ইসরায়েলের একজন কট্টর সমালোচক। তিনি অবৈধ ইসরায়েলি দখলদারদের সমালোচনা করে প্রায়ই বিভিন্ন বক্তব্য দেন। এ কারণে এর আগেও তাকে আটক ও জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে যাওয়া হয়।
এর আগে ১৯৯৪ সাল থেকে শুরু করে ২০০৬ সাল পর্যন্ত জেরুজালেম এবং ফিলিস্তিনি অঞ্চলগুলোর মুফতির দায়িত্ব পালন করেন শেখ একরিমা সাবরি।
সূত্র: আমাদের সময়
এম ইউ/০৩ জানুয়ারি ২০২৩