নাটক
মারা গেছেন অভিনেত্রী জুঁইয়ের মা
ঢাকা, ০২ জানুয়ারি – অভিনেত্রী রোবেনা রেজা জুঁইয়ের মা ও অভিনেতা মোশাররফ করিমের শাশুড়ি আনোয়ারা বেগম আর নেই। গত রোববার (১ জানুয়ারি) সকাল ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫।
জানা গেছে, বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন আনোয়ারা বেগম। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মস্তিস্কে রক্তক্ষরণজনিত (স্ট্রোক) কারণে মৃত্যু হয় তার।
একইদিন (রোববার) রাত ৮টার দিকে জামালপুর জেলার সরিষাবাড়ি থানার ভাটারা গ্রামের খান বাড়িতে আনোয়ারা বেগমের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। সেখানে মোশাররফ করিম ও জুঁই দম্পতি উপস্থিত ছিলেন।
আইএ/ ০২ জানুয়ারি ২০২৩