পরীমনির বিরুদ্ধে মাদক মামলার শুনানি পেছাল
ঢাকা, ০২ জানুয়ারি – ঢাকাই সিনেমার নায়িকা পরীমনির বিরুদ্ধে মাদক মামলা চলবে কিনা, সে বিষয়ে শুনানি পিছিয়ে ৯ জানুয়ারি ঠিক করেছেন আপিল বিভাগ।
সোমবার জ্যেষ্ঠ বিচারপতি নুরুজ্জামানের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ শুনানির এ দিন ঠিক করেন।
গত বছরের ৭ মার্চ পরীমনির বিরুদ্ধে হওয়া মাদক মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্ট। একইসঙ্গে মামলাটি কেনো বাতিল করা হবে না জানতে চেয়ে রুল জারি করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ সেলিমের হাইকোর্ট বেঞ্চ। পরবর্তীতে হাইকোর্টের রায় স্থগিত করে চেম্বার জজ আদালত।
প্রসঙ্গত, ২০২১ সালের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
গত ২৮ সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালত পরীমণির ব্যবহৃত গাড়ি, মোবাইল, ল্যাপটপসহ জব্দ করা ১৬টি আলামত তাকে ফেরত দেয়ার নির্দেশ দিয়েছেন।
সূত্র: যুগান্তর
আইএ/ ০২ জানুয়ারি ২০২৩