আফ্রিকা

আতশবাজি দেখতে গিয়ে ৯ জনের প্রাণহানি

কাম্পালা, ০১ জানুয়ারি – নতুন বছর উপলক্ষে আতশবাজি দেখতে গিয়ে প্রাণ হারিয়েছেন নয়জন। মৃতদের মধ্যে ১০ বছর বয়সী বালকও রয়েছে। জানা গেছে, একটি শপিংমলে আতশবাজি দেখতে ব্যাপক ভিড় জমে যায়। এক পর্যায়ে ব্যাপক হুড়াহুড়ির কারণে পদদলিত হয়ে তাদের মৃত্যু হয়। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার রাজধানী কাম্পালায়। খরব আল-জাজিরার।

পুলিশ জানিয়েছে, ঘড়ির কাঁটা মধ্যরাত স্পর্শ করার সঙ্গে সঙ্গে কাম্পালার ফ্রিডম সিটি মলে লোকজন ধাক্কাধাক্কি শুরু করে।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, আতশবাজি দেখতে অসংখ্য মানুষ শপিংমলে প্রবেশ করছিল। একপর্যায়ে সেখানে তারা আটকা পড়েন। শ্বাসরোধেও অনেকের মৃত্যু হয়েছে। তবে এখন পর্যন্ত মোট নয়জনের মৃত্যেুর খবর নিশ্চিত হওয়া গেছে।

কাম্পালাকে এন্টেবে আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে সংযোগকারী একটি হাইওয়েতে থাকা মলে নববর্ষ উদযাপন করা হচ্ছিল।

উগান্ডা পুলিশের মুখপাত্র লুক ওয়োইসিগেরে জানিয়েছেন, জরুরি সেবা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান ও আহতদের হাসপাতালে পাঠান, সেখানে ৯ জনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।

পুলিশের এ কর্মকর্তা জানিয়েছেন, বেপরোয়া ও অবহেলার কারণে এ ধরনের দুঃখজনক ঘটনা ঘটেছে।

এদিকে বিশ্বের আটশ কোটি মানুষ জমকালো আয়োজনে বরণ করে নিয়েছে নতুন বছর, ২০২৩ সালকে। ঘড়ির কাঁটার সেকেন্ড ১২-তে পৌঁছা মাত্রই রঙিন আলোয় ভরে ওঠে আকাশ। ফানুস আর আতশবাজিতে মেতে ওঠে সবাই।

সূত্র: জাগোনিউজ
আইএ/ ০১ জানুয়ারি ২০২৩

Back to top button