রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা নিহত
ঢাকা, ০১ জানুয়ারি – রাজধানীর শেরেবাংলা নগর থানার আগারগাঁও তালতলা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম মো. ফিরোজ আহমেদ (২৫)। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ২৮নং ওয়ার্ডের কার্যকরী সদস্য ছিলেন।
রোববার (১ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে ভোর সোয়া ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই নূর নবী রিয়াজ জানান, আমার ভাই আগারগাঁও তালতলা এলাকার জাদুঘরের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলো। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আমার ভাইকে কারা হত্যা করেছে এখনই কিছু বলতে পারছি না। আমরা পরিবার নিয়ে আগারগাঁও তালতলা এলাকায় থাকি।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০১ জানুয়ারি ২০২৩