নড়াইল
নড়াইলে নৌকা ডুবে মা-ছেলের মৃত্যু, নিখোঁজ ৪
নড়াইল, ৩০ ডিসেম্বর – নড়াইলের কালিয়ার নবগঙ্গা নদীতে ইঞ্জিনচালিত নৌকা ডুবিতে কমপক্ষে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- মা নাজমা বেগম ও ছেলে তাছিম শেখ। এ ঘটনায় চারজন নিখোঁজ রয়েছে। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নড়াইলের কালিয়া পৌরসভার বাহিরডাঙ্গা এলাকার নবগঙ্গা নদীতে ইঞ্জিনচালিত নৌকায় করে কয়েকজন অপরপাড় পারবাহিরডাঙ্গায় যাচ্ছিলেন। এসময় নৌকাডুবির ঘটনা ঘটে। এতে দুইজনের মৃত্যু হয় এবং কয়েকজন নিখোঁজ রয়েছেন। স্থানীয়রা উদ্ধার অভিযান চালাচ্ছে।
কালিয়া ফায়ার সার্ভিসের সাব-অফিসার আব্দুল হান্নানের বরাত দিয়ে দায়িত্বরত সদস্য মধাব রায় বলেন, নৌকাটিতে ১৮ থেকে ২০ জনের মত লোক ছিলেন। এর মধ্যে দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কয়েকজন সাঁতরে তীরে উঠলেও ৪-৫ জন নিখোঁজ রয়েছে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ৩০ ডিসেম্বর ২০২২