জাতীয়

রাজধানীতে বিএনপির গণমিছিল শুরু

ঢাকা, ৩০ ডিসেম্বর – ক্ষমতাসীন আওয়ামী লীগের পতন, নির্দলীয় নিরপেক্ষ তত্ববধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন, সকল রাজবন্দিদের মুক্তিসহ নানা দাবিতে সমমনা রাজনৈতিক দল নিয়ে যুগপৎ আন্দোলন শুরু করেছে বিএনপির। ঢাকায় যুগপৎ আন্দোলের প্রথম কর্মসূচি হিসেবে গণমিছিল শুরু করেছে দলটি।

শুক্রবার বেলা বিকাল সাড়ে ৩টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি কাকরাইল মোড়, শান্তিনগর, মালিবাগ, মৌচাক ও মগবাজার গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

মিছিলে উপস্থিত আছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, ব্যরিস্টার শাহজাহান ওমর বীর উত্তম, ডা. এজেডএম জাহিদ হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী।

দুপুর দুইটায় মিছিল শুরু কথা থাকলেও সকাল থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নয়াপল্টনে আসেন নেতাকর্মীরা। এসময় নয়াপল্টনের ভিআইপি রোড়ে যান চলাচল বন্ধ থাকে।

এদিকে, একই দিন রাজধানীতে পৃথক গণমিছিল বের করছে অন্য বিরোধী রাজনৈতিক দলগুলোও। জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বেলা ১২ টার দিকে গণমিছিল বের করে গণতন্ত্র মঞ্চ। দুপুরের পর ১২–দলীয় জোট বিজয়নগরে, এলডিপি পূর্ব পান্থপথ থেকে গণমিছিল বের করবে। এদিন জামায়াতে ইসলামীও পৃথক মিছিল বের করার কথা রয়েছে।

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানসহ ১০ দফা দাবিতে গত ২৪ ডিসেম্বর সারাদেশে গণমিছিল করেছে বিএনপি। তবে একই দিন ঢাকায় আওয়ামী লীগের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলন থাকায় ঢাকায় এবং সিটি করপোরেশন নির্বাচনের কারণে রংপুর মহানগরের গণমিছিল কর্মসূচি পিছিয়ে ৩০ ডিসেম্বর নির্ধারণ করা হয়।

এদিকে বিএনপির গণমিছিল কর্মসূচি ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় নয়াপল্টনসহ রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে সকাল থেকে সতর্ক অবস্থানে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/৩০ ডিসেম্বর ২০২২

Back to top button