এশিয়া

দক্ষিণ কোরিয়ায় এক্সপ্রেসওয়েতে অগ্নিকাণ্ড, নিহত ৫

সিউল, ২৯ ডিসেম্বর – দক্ষিণ কোরিয়ার গোয়াচেওন শহরে এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন প্রায় ৩৭ জন। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুর ১টা ৪৯ মিনিটে রাজধানী সিউলের কাছাকাছি গোয়াচেওন শহরের ওই টোলপ্লাজায় অগ্নিকাণ্ড ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে সেখানে। এ ঘটনায় হতাহতের পাশাপাশি বেশ কয়েকটি গাড়ি ও টোলপ্লাজায় থাকা যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে গেছে।

দমকল বাহিনীর একজন কর্মকর্তা জানিয়েছেন, এরই মধ্যে আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং আগুনে ৪৪টি গাড়ি ধ্বংস হয়ে গেছে।

 

সিউল প্রশাসন বলছে, একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পরই হঠাৎ আগুন লাগে বলে প্রাথমিক ধারণা তাদের। তবে ঠিক কী কারণে আগুনের সূত্রপাত তা জানতে সুষ্ঠু তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছে স্থানীয় প্রশাসন।

সূত্র: সময় টিভি
আইএ/ ২৯ ডিসেম্বর ২০২২

Back to top button