জাতীয়

দেশে ‘সংখ্যালঘু’ বলে কোনো শব্দ নেই

সিলেট, ২৮ ডিসেম্বর – ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, বাংলাদেশে ‘সংখ্যালঘু’ বলে কোনো শব্দ নেই। বাংলাদেশে যারা বসবাস করেন তারা সবাই এ দেশের নাগরিক। স্বাধীনতার জন্য সব ধর্মের মানুষ মুক্তিযুদ্ধ করেছেন, কাঁধে কাঁধ মিলিয়ে। সবার রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে।

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের মিলনায়তনে ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃধর্মীয় সংলাপ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এটা আমাদের হাজার বছরের ঐতিহ্য। এই ঐতিহ্য অব্যাহত রাখতে হবে।

সিলেট জেলা প্রশাসক মজিবর রহমানের সভাপতিত্বে সংলাপে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমদ, ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক শাহ নজরুল ইসলাম, সিলেট জেলা প্রে সক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মুহিত চৌধুরী।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মজিবর রহমান বলেন, সংবিধানে সব ধর্মের মানুষের সমান অধিকার সংরক্ষিত করা হয়েছে। একে অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হলেই আমরা সম্প্রীতির সমাজে বসবাস করতে পারবো।

সূত্র: জাগো নিউজ
এম ইউ/২৮ ডিসেম্বর ২০২২

Back to top button