সংগীত

যাত্রা শুরু করল আরটিভি ‘ইয়াং স্টার ইউএসএ’

ঢাকা, ২৮ ডিসেম্বর – বাংলা ভাষার সবচেয়ে জনপ্রিয় ও বর্ণাঢ্য রিয়েলিটি শো ‘আরটিভি ইয়াং স্টার’ বাংলাদেশে ব্যাপক সাফল্য পাওয়ার পর এবার যুক্তরাষ্ট্রে শুরু হতে যাচ্ছে ‘ইয়াংস্টার ইউএসএ’। বাংলার গায়েন ইউএসএ-এর ব্যাপক সাফল্যের পর এবার মঙ্গলবার (২৭ ডিসেম্বর) নিউইয়র্কের ইকরা পার্টি হলে ‘ইয়াং স্টার ইউএসএ’-এর আনুষ্ঠানিক ঘোষণা দেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলা গানের সোনালি ঐতিহ্যকে ধারণ করে নতুন প্রজন্মের কাছে গানকে তুলে ধরতে আরটিভি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শুধু বাংলাদেশে নয়, ইউএসএতেও এমন অনেক বাংলাপ্রেমী রয়েছেন, যারা প্রাণ খুলে বাংলা গান গাইতে ভালোবাসেন। গানের মাঝে নিজেকে প্রমাণ করতে চান। তাদের জন্য আরটিভির এ আয়োজন। বাংলার গায়েন, ইয়াংস্টারসহ আমাদের প্রতিযোগিতাগুলোতে যারা নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে পেরেছে তারাই আমাদের ফোক স্টেশন, মিউজিক স্টেশন, ফোক স্টুডিওসহ বিভিন্ন গানের অনুষ্ঠানে গান করার সুযোগ পাচ্ছে। আমাদের বিভিন্ন ইভেন্টে তারা অংশ নিচ্ছে। দেশে এবং দেশের বাইরে তাদের জন্য তৈরি হচ্ছে সুনাম ও অর্জন।’

অনুষ্ঠানে আরটিভির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলু বলেন, ‘আরটিভি সবসময় গানের প্রতি বিশেষ যত্মশীল। ইতোমধ্যে আপনারা আমাদের বিভিন্ন আয়োজনে তার প্রমাণ পেয়েছেন। আরটিভির গানের প্রতিযোগিতাগুলোর মধ্যদিয়ে আমরা অনেক শিল্পীকে মানুষের সামনে আনতে পেরেছি, যারা এখন বাংলা গানকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন। আমাদের এ প্রচেষ্টাকে বিশ্বময় ছড়িয়ে দিতেই এই আয়োজন। ইতোমধ্যেই রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। আপনারা আগ্রহী সবাই রেজিস্ট্রেশন করতে পারবেন। কারণ, এর জন্য কোনো বয়সসীমা নেই।’

অনুষ্ঠানে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার ও সংগীত পরিচালক ইমন সাহা, দীনাত জাহান মুন্নীসহ একাধিক সংগীতজ্ঞ ও বিশিষ্টজন উপস্থিত ছিলেন। সংগীত পরিবেশন করেন বাংলার গায়েন ইউএসএ-এর শিল্পীরা। আয়োজনের সার্বিক সহযোগিতায় রয়েছেন অলীভ আহমেদ।

এম ইউ/২৮ ডিসেম্বর ২০২২

Back to top button