ইউরোপ

স্বাধীনতার জন্য চড়া মূল্য দিতে হয়

কিয়েভ, ২৮ ডিসেম্বর – ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, স্বাধীনতার জন্য চড়া মূল্য দিতে হয়। জাতির উদ্দেশে টেলিগ্রামে দেওয়া এক বার্তায় এমন মন্তব্য করেছেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ভলোদিমির জেলেনস্কি বলেন, স্বাধীনতার জন্য উচ্চ মূল্য দিতে হয়। কিন্তু দাসত্বের পরিণতি আরও অনেক বেশি ভয়াবহ।

এদিকে ইউক্রেনকে মস্কোর দেওয়া প্রস্তাব মেনে নেওয়ার আল্টিমেটাম দিয়েছে রাশিয়া। সোমবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এই আল্টিমেটাম দেন।

সের্গেই ল্যাভরভ বলেন, কিয়েভকে মস্কোর প্রস্তাবগুলো মেনে নিতে হবে, যার মধ্যে রুশ নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে ইউক্রেনীয় বাহিনীর পরাজয় স্বীকারের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। অন্যথায় রাশিয়ার সেনাবাহিনী এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

তার ভাষায়, ‘বিষয়টি সহজ। আপনার নিজের ভালোর জন্য প্রস্তাবগুলো মেনে নিন। অন্যথায় রুশ বাহিনী তার সিদ্ধান্ত নেবে।’

সূত্র: বাংলা ট্রিবিউন
আইএ/ ২৮ ডিসেম্বর ২০২২

Back to top button