অপরাধ

পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই

বগুড়া, ২৭ ডিসেম্বর – বগুড়ার শেরপুরে পুলিশ পরিচয়ে আব্দুর রাজ্জাক (৪৫) নামে এক ব্যবসায়ীর কাছে থেকে দুই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। সোমবার বেলা ১২টায় উপজেলার বাসস্ট্যান্টড এলাকায় টাকা লুটের ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভু্ক্তভোগী ব্যবসায়ী।

ব্যবসায়ী আব্দুর রাজ্জাক উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের রহমত গ্রামের বাসিন্দা। তিনি শেরুয়া বটতলাস্থ নাজমুল চাল কল নামে প্রতিষ্ঠানের সত্ত্বাধীকারী।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (২৬ ডিসেম্বর) বেলা বারোটার দিকে শহরের বাসস্ট্যান্ডে অবস্থিত ব্র্যাক ব্যাংক থেকে দুই লাখ টাকা উত্তোলন করেন আব্দুর রাজ্জাক। ওই টাকা নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়কের পূর্বপাশ দিয়ে জনতা ব্যাংকে যাওয়ার সময় ব্যাংকের সামনে পৌঁছামাত্রই অজ্ঞাত পরিচয়ের ৪-৫ জন ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ওই ব্যবসায়ীর কাছে জাল টাকা রয়েছে-এমন দাবি করে তাকে আটক করে মহাসড়কের পশ্চিমপাশে নিয়ে গিয়ে তার শরীর তল্লাশি শুরু করে। তল্লাশির সময় আব্দুর রাজ্জাকের কাছে থাকা দুই লাখ টাকা ছিনিয়ে দুটি প্রাইভেটকারে ওঠে দ্রুত পালিয়ে যায়।

অভিযোগকারী আব্দুর রাজ্জাক বলেন, তারা এসেই আমার কাছে পুলিশ সদস্য বলে পরিচয় দেন। আর কোনো কিছু বুঝে ওঠার আগেই টাকাগুলো ছিনিয়ে নিয়ে প্রাইভেট কার যোগে দ্রুত পালিয়ে যায়। একটি প্রাইভেট কার ঢাকার দিকে এবং আরেকটি বগুড়ার উদ্দেশে রওয়ানা হয়। মূলত তারপরই ছিনতাইয়ের বিষয়টি বুঝতে পেরেই চিৎকার করতে থাকি। এসময় লোকজন এগিয়ে এলেও তাদের ধরা সম্ভব হয়নি।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার বলেন, বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি প্রাথমিকভাবে প্রতারক চক্রের কাজ বলেই মনে হচ্ছে। কিন্তু যারাই এই ঘটনার সঙ্গে জড়িত থাকুন, তাদেরকে চিহিৃত করে দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হবে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৭ ডিসেম্বর ২০২২

Back to top button