২ জঙ্গি ছিনতাইয়ে সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিতের এপিএস ফারুক জড়িত
ঢাকা, ২৭ ডিসেম্বর – ঢাকার আদালত থেকে দুই জঙ্গি ছিনতাইয়ে নেওয়ার ঘটনায় ওমর ফারুক নামে এক আইনজীবী জড়িত বলে জানিয়েছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। সোমবার (২৬ ডিসেম্বর) তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, ওমর ফারুক পালিয়ে যাওয়া এক জঙ্গির ভগ্নীপতি ও প্রয়াত রেলমন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্তের এপিএস ছিলেন।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে আইনজীবী ওমর ফারুকের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিটিটিসির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, ওমর ফারুককে ৫-৬ দিন আগে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এর আগে দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় ওমর ফারুকের সম্পৃক্ততার বিষয়ে তথ্য পাওয়া যায়। দুই দফায় চারদিনের রিমান্ড শেষে তিনি এখন কারাগারে আছেন।
দুই জঙ্গি ছিনতাইয়ে নেওয়ার ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন গ্রেফতার হয়েছে বলে জানান তিনি।
অন্যদিকে, তদন্তে থাকা কর্মকর্তারা জানিয়েছেন, ওমর ফারুক পালিয়ে যাওয়া এক জঙ্গির ভগ্নীপতি।
সূত্র: জাগো নিউজ
আইএ/ ২৭ ডিসেম্বর ২০২২