দক্ষিণ এশিয়া

পাকিস্তানে বড়দিনে বিস্ফোরণ, নিহত ৫ সেনা কর্মকর্তা

ইসলামাবাদ, ২৬ ডিসেম্বর – বড়দিনের বিস্ফোরণে পাকিস্তানের বেলুচিস্তান এলাকায় পাঁচজন সেনা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ১৫ জন।

রোববার বেলুচিস্তানের কোহলু জেলার কাহান এলাকায় একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস ফেটে এই দুর্ঘটনা ঘটে। খবর দ্য ডেইলি ডনের।

প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণে আহত হয়েছেন বেশ কয়েকজন সাধারণ মানুষও। পাকিস্তানের সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, শনিবার থেকে জঙ্গি দমন অভিযান চালানো হচ্ছিল। কোহলু জেলার কাহান এলাকায় সেনার টহল চলছিল। তার খুব কাছে বিস্ফোরণ ঘটে।

অন্য দিকে, কোয়েটা শহরেও হামলা হয়েছে। শহরের উপনগরী এলাকায় অজ্ঞাতপরিচয় কয়েক জন ব্যক্তি পুলিশ চৌকি লক্ষ্য করে গ্রেনেড ছোড়েন। এই ঘটনায় তিন পুলিশকর্মীসহ ৮ জন আহত হয়েছেন। এই হামলার আগে কোয়েটায় গ্রেনেড বিস্ফোরণ ঘটে। সেই হামলায় আরও ৪ জন আহত হয়েছেন।

হামলার নিন্দা করেছেন বালুচিস্তানের মুখ্যমন্ত্রী আব্দুল কুদ্দুস বিজেঞ্জো। শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সূত্র: যুগান্তর
আইএ/ ২৬ ডিসেম্বর ২০২২

Back to top button