সিলেটে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
সিলেট, ২৫ ডিসেম্বর – সিলেটে ট্রেনে কাটা পড়ে মো. ফারুক হোসেন (৩৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার সকালে দক্ষিণ সুরমার শিববাড়ি বাজার এলাকায় ঢাকাগামী কালনী এক্সপ্রেসের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, রোববার সকালে শিববাড়ি বাজার মসজিদের সামনে রেললাইনে অজ্ঞাতপরিচয় এক দ্বিখণ্ডিত মরদেহ দেখতে পেয়ে জিআরপি থানাকে জানান স্থানীয়রা। পরে তারা মরদেহ উদ্ধার করে।
সিলেট রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সালাউদ্দিন খান নোমান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে খণ্ডিত মরদেহ উদ্ধার করি। ধারণা করা হচ্ছে, সকালে ঢাকাগামী কালনী এক্সপ্রেসের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, নিহতের ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করে জাতীয় পরিচয়পত্রে দেখা গেছে, তার নাম মো. ফারুক হোসেন (৩৯)। বাবার নাম পালন শেখ। বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার কুচিয়ামরা।
তিনি আরও বলেন, নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। সোমবার তারা আসার পর মরদেহ শনাক্ত হবে। ময়নাতদন্তের জন্য মরদেহ এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৫ ডিসেম্বর ২০২২