অন্যান্য
ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয়
ঢাকা, ২৪ ডিসেম্বর – বঙ্গবন্ধু অনূর্ধ্ব-২৩ পুরুষ আন্তর্জাতিক ভলিবলে টানা তৃতীয় জয় পেয়েছে বাংলাদেশ। তৃতীয় দিনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে স্বাগতিকরা।
শনিবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ম্যাচটি ৩-২ সেটে জিতেছে বাংলাদেশ।
দিনের দ্বিতীয় ম্যাচে প্রথম সেট ২৫-১৬ পয়েন্টে জয়ের পর দ্বিতীয় সেটে ২২-২৫ পয়েন্টে হেরে যায় বাংলাদেশ। তৃতীয় সেটেও ২৩-২৫ পয়েন্টে হেরে কোণঠাসা হয়ে পড়ে তারা।
তবে পরের দুই সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ দল। চতুর্থ সেট ২৫-১৩ এবং পঞ্চম সেট ১৫-১৩ পয়েন্টে জয় নিশ্চিত করে তারা।
সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন সাফিন।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৪ ডিসেম্বর ২০২২