হলিউড

প্রথম সপ্তাহে ৬০৯ মিলিয়ন, বিশ্বব্যাপী দাঁপিয়ে বেড়াচ্ছে ‘অ্যাভাটার ২’

প্যান্ডোরার জগতে জেমস ক্যামেরুনের প্রত্যাবর্তন সারা বিশ্বে আবারো ঝড় তুলেছে। বিশ্বব্যাপী দাঁপিয়ে বেড়াচ্ছে সিনেমাটি। আন্তর্জাতিক গণমাধ্যম ডেডলাইনের প্রতিবেদন অনুসারে, বুধবার (২১ ডিসেম্বর) পর্যন্ত বিশ্বব্যাপী বক্স অফিসে ৬০৯ মিলিয়ন ডলার আয় করেছে সিনেমাটি৷ আমেরিকায় ১৮৩ মিলিয়ন সহ বিদেশের মার্কেটে ৪২৬ মিলিয়ন আয় তুলে নিয়েছে এটি।

৬০৯ মিলিয়ন ডলার আয়কারী ‘অ্যাভাটার : দ্য ওয়ে অফ ওয়াটার’ উদ্বোধনী সপ্তাহে দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হিসেবে জায়গা করে নিয়েছে।

‘ডক্টর স্ট্রেঞ্জ : মাল্টিভার্স অফ ম্যাডনেস ’-এর পরে এটি ২০২২ সালের দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী সপ্তাহের আয়ের রেকর্ড গড়েছে।
এদিকে, বুধবার ৬ দিন পর আমেরিকায় ১৮৩ মিলিয়ন ডলার তুলে নিয়েছে সিনেমাটি। এখন পর্যন্ত আমেরিকার ঘরোয়া মার্কেটে আয়ের দিক থেকে টম ক্রুজের ‘টপ গান : মাভেরিক’- শীর্ষে রয়েছে। ঘরোয়া মার্কেটে ‘টপ গান : মাভেরিক’-এর ৭১৯ মিলিয়নের আয়কে ছাড়িয়ে যেতে পারে কিনা ‘অ্যাভাটার ২’, সেদিকেই এখন বাণিজ্য বিশ্লেষকদের দৃষ্টি রয়েছে। তবে, সিনেমাটির ঘরোয়া পারফরম্যান্স সামনের সপ্তাহগুলোতে আরো বাড়বে বলেই প্রত্যাশা করা হচ্ছে। বাণিজ্য বিশ্লেষকদের ধারণা, বড়দিনের বড় ছুটিতে বেশ বড় আকারে বাণিজ্য করতে যাচ্ছে সিনেমাটি।

এদিকে চীনে বুধবার (২১ ডিসেম্বর) পর্যন্ত ৭০ মিলিয়ন ডলার আয় করেছে ‘অ্যাভাটার : দ্য ওয়ে অফ ওয়াটার’। চীনে দ্বিতীয় সপ্তাহে ১৫০-১৬০ মিলিয়ন ডলার আয় করবে সিনেমাটি, এমনটাই ধারণা করা হচ্ছে।

ভারতে মুক্তির প্রথম সপ্তাহে বক্স অফিস দখলে রেখেছে ‘অ্যাভাটার ২’। প্রায় ১৯৩ কোটি রুপি তুলে নিয়েছে সিনেমাটি। আগামী সপ্তাহে দর্শকের ধারা অব্যাহত থাকলে ভারতেও নতুন করে রেকর্ড করতে যাচ্ছে জেমস ক্যামেরুনের মহাকাব্যিক ‘অ্যাভাটার : দ্য ওয়ে অফ ওয়াটার’।

এম ইউ/২৩ ডিসেম্বর ২০২২

Back to top button