কারা অধিদপ্তরের ৫ ঊর্ধ্বতন কর্তাকে বদলি
ঢাকা, ২৩ ডিসেম্বর – বাংলাদেশের ৩টি কারাগারের সিনিয়র জেল সুপার এবং দুইজন জেল সুপারকে সরিয়ে নতুন কারাগারে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ থেকে বদলির এ প্রজ্ঞাপন জারি করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনের সই করেন উপ-সচিব মোহাম্মদ আবু সাঈদ মোল্লা। প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকরের নির্দেশনা দেয়া হয়েছে।
বদলি হওয়া কর্মকর্তারা হলেন- সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মঞ্জুর হোসেনকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে, সিনিয়র জেল সুপার (চঃ দাঃ) হালিমা খাতুনকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে সিলেট কেন্দ্রীয় কারাগারে, জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন টাঙ্গাইল জেলা কারাগার থেকে সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) করে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে, জেল সুপার মোঃ ওবায়দুল রহমানকে গোপালগঞ্জ জেলা কারাগার থেকে সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) করে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ও সিনিয়র জেল সুপার (চঃ দাঃ) শাহজাহান আহম্মেদ কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বদলি করা হয়েছে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৩ ডিসেম্বর ২০২২