জাতীয়

আওয়ামী লীগের সম্মেলনে জয়কে আমন্ত্রণ জানালেন কাদের

ঢাকা, ২২ ডিসেম্বর – আগামী ২৪ ডিসেম্বর ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন। সেই সম্মেলনে যোগ দিতে দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে আমন্ত্রণ জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাতে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা শুরুর আগে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জয়ের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে সম্মেলনে অংশ নিতে আমন্ত্রণ জানান। আওয়ামী লীগের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এসময় ওবায়দুল কাদের ছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ, দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন ২৪ ডিসেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। এদিকে দলের বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলন ডেকেছেন। শুক্রবার সকালে সাড়ে ১০টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউর দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ মেয়াদে সাধারণ সম্পাদক হিসেবে এটিই তার শেষ সংবাদ সম্মেলন।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২২ ডিসেম্বর ২০২২

Back to top button