দক্ষিণ এশিয়া
ভারত কি ২ হাজার রুপির নোট বাতিল করছে?
নয়াদিল্লি, ২২ ডিসেম্বর – আগামী বছরের শুরুর দিন ১ জানুয়ারি থেকে ভারতে এক হাজার রুপির নোট পুনরায় চালু হচ্ছে এবং দুই হাজার রুপির নোট বাতিল হতে যাচ্ছে। এমন একটি ভুয়া খবর ভারতের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের শেয়ার দিতে দেখা গেছে।
ভারতের রাষ্ট্রীয় তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান পিআইবি ফ্যাক্টচেকের বরাত দিয়ে জিনিউজ এ তথ্য জানায়।
সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে দাবি করা হয়, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ভারতের এক হাজার রুপির নোট আবারও চালু হবে এবং দুই হাজার রুপির নোটগুলো বাতিল বলে গণ্য হবে। পিআইবি ফ্যাক্টচেকসহ বেশকিছু প্রতিষ্ঠান রাষ্ট্রীয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানিয়েছে, এ দুটি দাবি সত্য নয়।
সূত্র: সমকাল
এম ইউ/২২ ডিসেম্বর ২০২২