পাঁচ দিনের জন্য ৩৩ বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসির
ঢাকা, ২২ ডিসেম্বর – পৌরসভা ও ইউপি নির্বাচনে পাঁচ দিনের জন্য ৩৩ বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন।
বুধবার (২১ ডিসেম্বর) ইসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ।
আগামী ২৯ ডিসেম্বর দেশের পাঁচটি পৌরসভা ও ৪৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেজন্য আগামী ২৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পৌরসভার জন্য পাঁচজন ও ইউপির জন্য ২৮ জন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।
বিচারিক ম্যাজিস্ট্রেটরা ভোটের দায়িত্বে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় থাকবেন। তারা দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর’র সেকশন-১০ অনুযায়ী অপরাধ আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচার কাজ সম্পন্ন করবেন।
বিচারিক কাজ সম্পন্ন করার জন্য ম্যাজিস্ট্রেটরা একজন বেঞ্চ সহকারী/স্টেনোগ্রাফার/অফিস সহকারীকে সহকারী হিসেবে সঙ্গে নিতে পারবেন। এজন্য তাদের নিজ নিজ অফিস প্রধান প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ম্যাজিস্ট্রেটদের যানবাহনের ব্যবস্থা করবে সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং সশস্ত্র পুলিশি সহায়তা দেবেন সংশ্লিষ্ট পুলিশ সুপার।
সূত্র: আরটিভি
এম ইউ/২২ ডিসেম্বর ২০২২