ক্রিকেট

স্টোকসকে টপকে সেরা তিনে সাকিব

ঢাকা, ২১ ডিসেম্বর – আইসিসির প্রকাশিত নতুন টেস্ট র‌্যাংকিংয়ে ইংল্যান্ডের বেন স্টোকসকে পেছনে ফেলে তিনে উঠে এসেছেন সাকিব আল হাসান। এক ও দুইয়ে যথাক্রমে দুই ভারতীয় রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন।

চোটের কারণে চট্টগ্রাম টেস্টে প্রথমদিনের পর আর বোলিং করতে পারেননি সাকিব আল হাসান। তবে ব্যাট হাতে খেলেন ১০৮ বলে ৮৪ রানের দারুণ ইনিংস। এই পারফরম্যান্স প্রভাব ফেলেছে র‌্যাঙ্কিংয়ে। ৩৭৬ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা। দুইয়ে ভারতেরই রবী চন্দ্রন অশ্বিন। ৩২৯ পয়েন্ট নিয়ে তিনে সাকিব। ৩২৪ পয়েন্ট নিয়ে চারে নেমে গেছেন ইংল্যান্ডের বেন স্টোকস।

ব্যাটারদের তালিকায় চার ধাপ এগিয়ে সাকিব এখন ৩৭ নম্বরে। এছাড়া দুই ধাপ করে এগিয়েছেন মুশফিকুর রহিম (১৯) ও নাজুমল হোসেন শান্ত (৮৪)। আগের মতোই শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার মারনাস লাবুশেন।

ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ৯৩৬ রেটিং পয়েন্ট শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন। তবে দ্বিতীয় স্থান ধরে রাখতে পারেননি স্টিভেন স্মিথ। তাকে পেছনে ফেলে ৮৭৫ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছেন পাকিস্তানের ব্যাটার বাবর আজম। স্মিথের রেটিং পয়েন্ট ৮৭০।

অন্যদিকে, বোলারদের র‌্যাংকিংয়ে শীর্ষে আছেন অজি পেসার প্যাট কামিন্স। তার তুলনায় ৪৫ রেটিং পয়েন্ট কম নিয়ে দুইয়ে অবস্থঅন করছেন ইংলিশ পেসার জ্যামস অ্যান্ডারসন। চার ধাপ এগিয়ে তিনে উঠেছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২১ ডিসেম্বর ২০২২

Back to top button