মেঝে ভর্তি রোগী, ক্লান্ত চিকিৎসক ঢলে পড়ছেন ঘুমে
বেইজিং, ২১ ডিসেম্বর – চীনে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। রোগীদের জায়গা হচ্ছে না হাসপাতালে। আক্রান্তদের সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, শয্যা না পেয়ে অনেকের চিকিৎসা হচ্ছে হাসপাতালের মেঝেতে। একের পর এক রোগী দেখতে দেখতে ক্লান্ত চিকিৎসক বসে বসে ঘুমে ঢলে পড়ছেন।
টুইটারে ছড়িয়ে পড়া ভিডিওটিকে চীনের বর্তমান করোনা পরিস্থিতি বলে দাবি করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। তবে ভিডিওটির সত্যতা যাচাই করা যায়নি।
‘দ্য টেলিগ্রাফ’-এর প্রতিবেদন অনুযায়ী, ওই ভিডিওটি চীনের চংকিং শহরের। ভিডিওতে দেখা যাচ্ছে, হাসপাতালে শয্যা না পাওয়ায় মেঝেতে শুইয়ে সিপিআর করা হচ্ছে রোগীদের। তাদের দেখেই বোঝা যাচ্ছে যে গুরুতর শারীরিক সমস্যায় ভুগছেন।
অন্য একটি ভিডিওতে দেখা গেছে, একটানা কাজে চিকিৎসকেরা এতটাই ক্লান্ত হয়ে পড়েছেন যে, রোগী দেখতে দেখতেই ঘুমিয়ে পড়ছেন তারা। এই দৃশ্যগুলো দেখেই বোঝা যাচ্ছে রোগীর সংখ্যা কেমন হতে পারে।
চীনে নতুন করে ছড়িয়ে পড়া করোনা সংক্রমণ আবারও আতঙ্ক ছড়াচ্ছে বিশ্বে। করোনাবিধির লাগাতার কড়াকড়িতে ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলেন চীনের বাসিন্দারা। ফলে লকডাউন তুলে নিয়েছে প্রশাসন। কিন্তু তার পরে সংক্রমণ কমেনি।
সূত্র: যুগান্তর
আইএ/ ২১ ডিসেম্বর ২০২২