জাতীয়

হাতকড়া-ডান্ডাবেড়ি নিয়ে জানাজা পড়ায় আইনের কোনো ব্যত্যয় ঘটেনি

গাজীপুর, ২১ ডিসেম্বর – গাজীপুরের কালিয়াকৈরে হাতকড়া আর ডাণ্ডাবেড়ি নিয়ে বিএনপি নেতার মায়ের জানাজা পড়ানো কারাবিধি মোতাবেক হয়েছে, এখানে আইনের কোন ব্যাতয় ঘটেনি।

বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে এ তথ্য জানিয়েছেন গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান ও জেলা কারাগারের জেল সুপার মো. বজলুর রশিদ আখন্দ।

বিএনপি নেতার স্বজনেরা জানান, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলী আজমের মা সাহেরা বেগম বার্ধক্যের কারণে গত রোববার (১৮ ডিসেম্বর) বিকেলে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। শেষবারের মতো মাকে দেখতে ও মায়ের জানাজা নিজে পড়াতে আইনজীবীর মাধ্যমে গত সোমবার (১৯ ডিসেম্বর) বিকেলে গাজীপুর জেলা প্রশাসক বরাবর প্যারোলে মুক্তির আবেদন করেন আলী আজম। কিন্তু ওই দিন দাপ্তরিক কাজ শেষ না হওয়ায় মঙ্গলবার তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি মেলে বিএনপির এই নেতার। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে গাজীপুর জেলা কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে নিজ বাড়ি কালিয়াকৈরের পাবুরিয়াচালা এলাকায় মায়ের জানাজায় উপস্থিত হন তিনি।

প্যারোলে মুক্তি পেয়ে সকাল ১০টায় নিজ বাড়ির পাশে মায়ের জানাজাস্থলে উপস্থিত হন বিএনপি নেতা আলী আজম। বেলা ১১টায় জানাজা অনুষ্ঠিত হয়। মায়ের দাফন শেষে আবার কারাগারে নিয়ে যাওয়া হয় তাকে। জানাজার নামাজসহ পুরোটা সময় হাতকড়া ও ডাণ্ডাবেড়ি পরা অবস্থায় ছিলেন আলী আজম।

আলী আজমের ভাই আতাউর রহমান বলেন, জেলা প্রশাসক বরাবর আবেদন করলে তার ভাইকে প্যারোলে মুক্তি দেয়া হয়। জানাজা পড়ানোর সময় তার হাতকড়া ও ডাণ্ডাবেড়ি খুলে দিতে বলা হয়েছিল কিন্তু পুলিশ খুলে দেয়নি।

জানাজার সময়ও আলী আজমের হাতকড়া ও ডাণ্ডাবেড়ি খুলে না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন জানাজায় উপস্থিত মুসুল্লি ও স্থানীয় লোকজন। এ অবস্থায় আলী আজমের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

এ বিষয়ে গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, প্রথমত এ বিষয়টি হলো প্যারোল প্রদানের কর্তৃপক্ষ হলো জেলা প্রশাসক। আমার কাছে আবেদন করলে আমরা সর্বোচ্চ নিরাপত্তা নির্দেশনা সংবলিত প্যারোলে মুক্তির আদেশ দিয়েছি। এখন এখানে জেলকোড বা অন্যান্য বিষয়ে পুলিশের নিজস্ব সিকিউরিটি নিয়ে যারা কাজ করে আপনারা বরং তাদের কর্তৃপক্ষের কাছে জিজ্ঞাসা করাই ভাল। যেহেতু সম্প্রতি একটি দুর্ঘটনা (জঙ্গি পালিয়ে যাওয়া) ঘটেছে। জেলকোডে কিন্তু ডাণ্ডাবেড়ি পরানোর কথা বলা আছে। তবে এটা জানাজার সময় খুলবে কি, খুলবে কিনা, এ বিষয়টি নিয়ে পুলিশের সাথে বা নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তাদের সাথে কথা বলেন। আমরা তো সর্বোচ্চ নিরাপত্তা বিধানের কথা বলে দিয়েছি, তবে এটা নিয়ে একটা মানবিক বিষয় এসেছে এছাড়াও আইনের কোন বড় ব্যাতয় ঘটেনি।

গাজীপুর জেলা কারাগারের জেল সুপার বজলুর রশিদ বলেন, আসামি জেলের বাইরে গেছে, তাই নিরাপত্তার জন্য ডাণ্ডাবেড়ি দিয়েছি। আমার কাছে ওয়ারেন্টে দাগি-র্নিদাগি কোন কিছু বলার থাকে না। আমি শুধু তাদের সেকশনগুলো (ধারা) দেখি। সেকশনে আছে বিষ্ফোরক দ্রব্য আইনে ৩, ৪, ৫ ধারা; বিষ্ফোরক আইনের মামলা আমি কি ছোট করে দেখবো? আমি কোন মামলা ছোট করে দেখবো? ৩৮০ ধারার মামলা গরুর চুরি মামলা, আমি সেটাও ছোট করে দেখতে পারি না। দেশের জঙ্গিরা কারাগারে থাকাবস্থায় আমাদের সাথে মধুর ব্যবহার করে আবার যখন ঘটনা ঘটায় তখন আমাদের দায়িত্ব নিতে হয় জবাবদিহিতা আমাদেরই দিতে হয়। এখানে আইনের কোন ব্যাহত ঘটেনি। জেল কোডে ডাণ্ডাবেড়ি পড়ানোর কথা বলা আছে।

গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান বলেন, ‘আমরা বারবার বলে আসছি দেশের কোন আইনের শাসন নাই, মানবাধিকার নাই, আইনের সঠিক প্রয়োগ নাই, সেখানে এসব ঘটনা ঘটতেই থাকবে। সারাদেশে ধারাবাহিক এবং নিয়মিত মানবাধিকার নির্মমভাবে লঙ্ঘিত হচ্ছে। গাজীপুরের এ ঘটনাটি তার বাস্তব উদাহরণ। একজন রাজনীতিবিদ ও রাজনীতিকের সাথে এমন আচরণে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একটা স্বৈরাচারী সরকার দমন, পীড়ন ও ভয়ভীতি দেখিয়েই কিন্তু ক্ষমতায় থাকার চেষ্টা করে তারই উদহারণ এটা।’

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২১ ডিসেম্বর ২০২২

Back to top button