দক্ষিণ এশিয়া

ভারতে ভয়াবহ দুর্ঘটনার কবলে স্কুলবাস, ১৫ শিক্ষার্থী নিহত

নয়াদিল্লি, ২১ ডিসেম্বর – ভারতের মণিপুরের নোনে জেলায় বুধবার সকালের একটি স্কুল বাস খাদে পড়ে অন্তত ১৫ জন স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এই দুর্ঘটনায় আহত হয়েছেন বহু শিক্ষার্থী। তাদের কয়েক জনের অবস্থা গুরুতর। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় প্রসাশন জানিয়েছে, থৌবাল জেলার ইয়ারিপকের থাম্বলনু হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে দু’টি বাস শিক্ষামূলক ভ্রমণে খৌপুমের দিকে যাচ্ছিল। সে সময়ই বিষ্ণুপুর-খৌপম সড়কে লোংসাই তুবং এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ঢালু খাদে গড়িয়ে বাসটি উল্টে যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়েরা দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারের কাজ শুরু করেন।

প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে পাহাড়ি রাস্তায় চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনা ঘটে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/২১ ডিসেম্বর ২০২২

Back to top button