দক্ষিণ এশিয়া

নারীর সঙ্গে অশালীন আলাপের অডিও ক্লিপ ভাইরাল, বিতর্কে ইমরান খান

ইসলামাবাদ, ২১ ডিসেম্বর – ফের বিতর্কে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এক নারীর সঙ্গে ফোনে অশালীন কথাবার্তা বলছেন ইমরান খান, এমনই একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। এই অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পরই নতুন করে বিতর্ক শুরু হয়েছে ইমরান খানকে ঘিরে। যদিও ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ ( পিটিআই) এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

পাকিস্তানি সাংবাদিক সৈয়দ আলী হায়দার সম্প্রতিই তার নিজস্ব ইউটিউব চ্যানেলে দুইটি অডিও ক্লিপ আপলোড করেন। ওই অডিও ক্লিপে এক ব্যক্তির গলা শোনা যায়, যা হুবহু ইমরান খানের মতো। সেখানে একনারীর সঙ্গে অশালীন কথা বলতে শোনা যায় জনৈক ব্য়ক্তিকে। ভিডিওটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

বেশ কিছু পাকিস্তানি সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতর থেকেই এই অডিও ক্লিপ প্রকাশ্যে আনা হয়েছে এবং তা ভাইরাল করে দেয়া হয়েছে। যদিও এখনও অবধি ওই অডিও ক্লিপের সত্যতা যাচাই করা হয়নি। তবে অধিকাংশেরই দাবি, অডিও ক্লিপে শুনতে পাওয়া গলাটি ইমরান খানের এবং এ নিয়ে অনলাইনে সমালোচনা করা হচ্ছে।

ভাইরাল হওয়া ক্লিপগুলো এই বছরের শুরুতে ক্ষমতা হারানোর পর ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ ফাঁস হওয়া কথোপকথনের একটি সিরিজের সর্বশেষ ঘটনা।

এদিকে, ইমরান খানের দল, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের তরফে এই অডিও ক্লিপকে জাল বলে অভিহিত করেছে। সরকার ইমরান খানকে জাতির সামনে কলঙ্কীত করার জন্য এই চক্রান্ত করেছে।

পিটিআই নেতা আরসলান খালিদ বলেন, পিটিআই চেয়ারম্যানের রাজনৈতিক বিরোধীরা ভুয়া অডিও এবং ভিডিও তৈরির বাইরে চিন্তা করতে পারে না।

অন্যদিকে, সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা হচ্ছে ইমরান খানকে নিয়ে। পাকিস্তানের এক সাংবাদিকের দাবি, অডিও ক্লিপে ইমরান খানের সঙ্গে যে নারীর বার্তালাপ শোনা গেছে, ওই নারীকেও তিনি চেনেন। আরেক সাংবাদিক নায়লা ইনায়াত মজা করে বলেন, অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর ইমরান খান এখন ইমরান হাশমি হয়ে গেছেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২১ ডিসেম্বর ২০২২

Back to top button