সাকিবের গায়ে আর্জেন্টিনার জার্সি, নেটিজেনদের বিরক্তি
ঢাকা, ২০ ডিসেম্বর – আর্জেন্টিনার সমর্থক সাকিব আল হাসান। লিওনেল মেসির খুব বড় ভক্ত তিনি। ৩৬ বছর পর প্রিয় দল জিতেছে শিরোপা। পছন্দের খেলোয়াড়ের হাতে উঠেছে বিশ্ব জয়ের ট্রফি। সেই খুশিতে আত্মহারা বিশ্বসেরা অলরাউন্ডার। আজ মিরপুরে অনুশীলনে এসেছিলেন বিশ্বসেরা ফুটবলারের জার্সি পরে। কিন্তু ঘটলো বিপত্তি।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট ফরম্যাটের অধিনায়ক অন্যদেশের ভিন্ন খেলার জার্সি গায়ে জড়ানোর ছবি ভাইরাল হতেই সমালোচনা ঝড় বয়ে গেছে।
সাংবাদিক ফরহাদ টিটো তার ফেসবুক টাইমলাইনে লিখেছেন, ‘আর্জেন্টিনার জার্সিতে সাকিবের সবগুলি ছবিই খুব প্রানবন্ত ৷ তার যে কী আনন্দ আর্জেন্টিনার জার্সি পরতে পেরে ! দেখে আমারও খুশি লাগছে। তিনি কিন্তু একটা দেশের জাতীয় দলের অধিনায়ক। অন্য দেশের জার্সি পরে অন্তত জাতীয় দলের প্র্যাকটিসে নামতে পারেন না (আসলে পাব্লিকলি কখনোই পারেন না)। অন্য কোনো দেশের জাতীয় দলের খেলোয়াড় আরেক দেশের জাতীয় দলের জার্সি গায়ে লাগিয়ে জনসমক্ষে আসবে না এটা নিশ্চিত থাকতে পারেন। আমাদের জাতীয় দলের খেলোয়াড়দের আর্জেন্টিনা, ব্রাজিল, ইটালি, জার্মানি সব দেশকেই সাপোর্ট করার অধিকার আছে স্পোর্টস লাভার হিসাবে কিন্তু জার্সি তারা এক দেশেরই পরবেন.. তা হলো বাংলাদেশ। সিম্পল।’
টিটোর সেই লেখায় এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘তিনি নিজেকে খুব “অ্যারোগেন্ট ও একমাত্র” খেলোয়াড় ভাবেন। কারো তোয়াক্কা করেন না। এই জন্যই আমাদের ক্রিকেটের বেহাল দশা। যতই অন্য খেলা বা খেলোয়াড়ের প্রতি ভালোবাসা থাকুক, এভাবে জাতীয় দলের ক্যাম্প চলাকালীন আচরণ টোটালি ফালতু।’
তবে সেখানে অনেককে সাকিবের পক্ষ নিতেও দেখা গেছে। আরিফুল হক বিজয় নামে একজন লিখেছেন, ‘দ্বিমত ভাইয়া। জাতীয় দলের অধিনায়ক বলে তারা কি সাধারণ মানুষের মতো আনন্দ উপভোগ করতে পারবেন না? তাদের কি অনুভূতি নেই? ব্যাপারটা অদ্ভূত লাগলো।’
সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ২০ ডিসেম্বর ২০২২