ইউরোপ

এমবাপ্পে-গ্রিজম্যানদের সংবর্ধনা দিল ৫০ হাজার সমর্থক

প্য়ারিস, ২০ ডিসেম্বর – বিশ্বকাপ শেষ করে কাতার থেকে দেশে ফিরেছে ফ্রান্স ফুটবল দল। কাতার বিশ্বকাপের শিরোপা জিততে না পারলেও এমবাপ্পে-গ্রিজম্যান-জিরুদদের সংবর্ধনা দিয়েছে জনগণ। আর্জেন্টিনার বিপক্ষে এই হারকে ‘বীরত্বপূর্ণ পরাজয়’ আখ্যা দিচ্ছেন ফরাসিরা। তাই তো তাদেরকে বীরের বেশেই বরণ করা হয়।

প্যারিসের ডি লা কনকর্ডে খেলোয়াড়দের সংবর্ধনার আয়োজন করা হয়। যেখানে উষ্ণ ভালোবাসায় সিক্ত হন এমবাপ্পেরা। প্রায় সব খেলোয়াড়দের মুখেই হাসি ছিল। সমর্থকদের ভালোবাসায় হয়তো ভুলে গিয়েছিলেন বিশ্বকাপের মুকুটের কথা। হাত নেড়ে ভালোবাসা ফিরিয়ে দেন তারাও। প্যারিসের রাস্তায় ছিল ৫০ হাজার সমর্থক।

এমন সংবর্ধনার দিনেও বিমর্ষ ছিলেন এমবাপ্পে। মুখে এক চিলতে হাসি ছিল না। গোল্ডেন বুট পেলেও এমবাপ্পের নজরে ছিল টানা দ্বিতীয় বিশ্বকাপ। ২৪ বছর বয়সী ফরোয়ার্ড সেভাবেই পারফর্ম করেছিলেন। কিন্তু ভাগ্য সহায় না থাকায় শ্রেষ্ঠত্বের মুকুট পাওয়া হয়নি তরুণ সুপারস্টারের। শিরোপা হাতছাড়া হওয়ার কষ্টটা এখনও রয়ে গেছে এমবাপ্পের মনে।

সূত্র: সমকাল
এম ইউ/২০ ডিসেম্বর ২০২২

Back to top button