ক্রিকেট

ব্যাটিং ব্যর্থতাকে দুষছেন পাপন

ঢাকা, ২০ ডিসেম্বর – ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ১৮৮ রানে হেরেছে বাংলাদেশ দল। সাগরিকা টেস্টে টাইগার ব্যাটাররা ব্যাট হাতে হয়েছেন ব্যর্থ। বিশেষ করে প্রথম ইনিংসে বাংলাদেশ দলের কোনো ব্যাটার পারেননি বলার মতো ইনিংস খেলতে। যে কারণে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলছেন এটা ড্রয়ের দিকে নিতে পারতাম যদি প্রথম ইনিংসে ব্যাটিংটা খারাপ না হতো।

সোমবার রাজধানীতে এক অনুষ্ঠান শেষে গণমাধ্যমের মুখোমুখি হন পাপন। সেখানেই কথা বলার এক পর্যায়ে তিনি বলেন, ‘আমাদের প্রথম ম্যাচটা যা হয়েছে আমরা বলছি না যে ম্যাচটা জিততে পারতাম বা জিতব। আমি মনে করি, এটা আরও প্রতিদ্বন্দ্বিতা হতে পারত। এটা ড্রয়ের দিকে নিতে পারতাম যদি প্রথম ইনিংসে ব্যাটিংটা খারাপ না হতো।’

পাপনের বলেন, ‘আমরা যাদের উপর ভরসা করেছিলাম তারা কিন্তু কেউ আমাদেরকে তাদের প্রত্যাশা অনুযায়ী খেলা উপহার দিতে পারেনি। যদিও দ্বিতীয় ইনিংসে এসে কিন্তু তারা ঘুরে দাঁড়িয়েছে। ঘুরে দাঁড়ানোর পেছনে সবচেয়ে বড় কারণ জাকির এবং শান্ত পরবর্তীতে সাকিব।’
পাপন আরও যোগ করেন, ‘তবে প্রথম টেস্টে যাদের ওপর আমাদের আস্থা সবচেয়ে বেশি ছিল, তাদের কাছ থেকে আমরা হতাশ হয়েছি। যেমন লিটন দাস, মুশফিক। ওরা তেমন ফল করতে পারেনি। সোহানও ব্যর্থ হয়েছে। যার কারণে আমরা ভালো ফল করতে পারিনি।’

সূত্র: বিডি প্রতিদিন
আইএ/ ২০ ডিসেম্বর ২০২২

Back to top button