দক্ষিণ আমেরিকা

মেসিদের বরণের অপেক্ষায় আর্জেন্টিনা

বুয়েনোস আইরেস, ২০ ডিসেম্বর – ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জেতা আর্জেন্টিনা দল এখন দেশের পথে। তাদের বরণের জন্য অপেক্ষায় দেশটির মানুষ।

গত রবিবার বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারায় আর্জেন্টিনা। ৩৬ বছরের অপেক্ষার ইতি টেনে জিতে নেয় বিশ্ব আসরে নিজেদের তৃতীয় শিরোপা।

আর্জেন্টিনা দল শিরোপা জয়ের পর সোমবারই কাতার ছাড়ে। সেখান থেকে ইতালি হয়ে তারা এখন দেশের পথে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, আর্জেন্টিনা সময় সোমবার সকালে ইতালির রাজধানী রোমে পা রাখে চ্যাম্পিনয়রা। এরপর আর্জেন্ট্নিা সময় বিকেলে তারা ইতালি ছাড়ে।

মেসিরা ব্শ্বিকাপ নিশ্চিত করার পর থেকেই আর্জেন্টিনায় উৎসব চলছে। বুয়েনস এইরেসে হবে আর্জেন্টিনার মানুষের সঙ্গে মেসিদের ট্রফি উদ্‌যাপন।

এদিকে চ্যাম্পিয়ন হওয়ার পর মেসিদের উৎসব চলছে বিমানেও। মেসি যেমন বিমানে বসে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘কী বিশাল তুমি!’

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ২০ ডিসেম্বর ২০২২

Back to top button