অপরাধ

সিলেটে আলোচিত লেডি চোর পপি আটক

সিলেট, ২০ ডিসেম্বর – সিলেট মহিলা চোর চক্রের সদস্য পপিকে আটক করে পুলিশের দিয়েছে জনতা।

সোমবার (১৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে নগরীর জিন্দাবাজার থেকে তাকে আটক করে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, এক নারীর ভ্যানেটি ব্যাগ থেকে মোবাইল চুরির চেষ্টাকালে পপিকে আটক করে জনতা।
আটক পপি বেগম হবিগঞ্জের লাখাই উপজেলার বিণ্ডন্ডা গ্রামের আব্দুল আউয়ালের স্ত্রী ও নগরের উপশহর এলাকায় বাসিন্দা।

পুলিশ জানায়, পপির বিরুদ্ধে সিলেট বিভিন্ন এলাকায় নানা অপরাধমূলক কর্মকান্ডের অভিযোগে মামলা রয়েছে। কখনো ছিনতাই, আবার কখনো মাদক বিক্রি করতে গিয়ে গ্রেফতার হন। বিভিন্ন সময় পুলিশ তাকে গ্রেফতার করে কারাগারে পাঠালেও জামিনে বেরিয়ে এসে ফের অপরাধে জড়ান তিনি। সিলেট ওসমানী হাসপাতাল কেন্দ্রিক রোগী ও তাদের স্বজনদের কাছ থেকে মোবাইল ও টাকা চুরির ঘটনায় এক নামেই লেডি চোর হিসেবে তাকে সবাই চেনে।

সিলেট কোতোয়ালি মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, ৯৯৯-এ কল পেয়ে আমদের পুলিশ তাকে আটক করে। এখন পর্যন্ত কোনো অভিযোগকারী পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: বাংলানিউজ
আইএ/ ২০ ডিসেম্বর ২০২২

Back to top button