ব্যবসা

পুঁজিবাজারে ব্যাংকের অতিরিক্ত বিনিয়োগ ফেরাতে সময় বাড়ল

ঢাকা, ১৯ ডিসেম্বর – পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ের সময় আরও এক বছর বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নিয়ম অনুসারে চলতি বছরের ৩১ ডিসেম্বর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তার আগেই মেয়াদ ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

সোমবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন ডিওএস থেকে এ নির্দেশনা দেওয়া হয়। এতে সাক্ষর করেন পরিচালক আব্দুল মান্নান।

এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক কর্তৃক ৪ আগস্ট, ২০২২ তারিখে ডিওএস সার্কুলার লেটার নং-৩০ জারির পর ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১এর ২৬ক এর উপ-ধারা(১) এবং ডিওএস সার্কুলার লেটার নং-৭/২০১৪ অনুযায়ী পুঁজিবাজারে ৩১ আগস্ট ২০২২ তারিখ ভিত্তিক সব ব্যাংকের সীমাতিরিক্ত বিনিয়োগ (ব্যাংক কর্তৃক অনান্য কোম্পানির শেয়ার ধারণের ক্ষেত্রে সামষ্টিক বা এককভাবে কোনো কোম্পানির শেয়ার ধারণের ক্ষেত্রে) রয়েছে।

সেসব ব্যাংকের সীমাতিরিক্ত বিনিয়োগ নির্ধারিত সীমায় নামিয়ে আনার জন্য ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত সময় দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ১৯ ডিসেম্বর ২০২২

Back to top button