জাতীয়

বাংলামোটর মোড়ে বাসে আগুন

ঢাকা, ১৯ ডিসেম্বর – রাজধানীর বাংলামোটর মোড়ে সেন্ট মার্টিন পরিবহনে আগুন লেগেছে। এতে বাসটি প্রায় সম্পূর্ণ পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। বাসে যাত্রী ছিল কি না প্রাথমিকভাবে জানা যায়নি।

সোমবার (১৯ ডিসেম্বর) রাত ৯টা ২৮মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসাইন।

তিনি বলেন, রাজধানীর বাংলামোটর মোড়ে সেন্ট মার্টিন পরিবহনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ওই বাসে কোনো যাত্রী ছিল কি না এমন কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

সূত্র: জাগোনিউজ
আইএ/ ১৯ ডিসেম্বর ২০২২

Back to top button