ফুটবল

ফাইনালে তিন গোল, ট্রফি খুইয়ে তিন শব্দ, বিশ্বকাপের পর প্রথম মুখ খুললেন এমবাপে

দোহা, ১৯ ডিসেম্বর – ফাইনালে হ্যাটট্রিক; বিশ্বকাপে আট গোল, তারপরও ট্রফি ছাড়া বিশ্বকাপের মঞ্চ থেকে বেরিয়ে যেতে হয়েছে। এই মুহূর্তে কিলিয়ান এমবাপ্পের চেয়ে দুঃখী মানুষ হয়তো পৃথিবীতে আর কেউ নেই। বিশ্বকাপ ট্রফির পাশ দিয়ে মাথা নিচু করে তার হেঁটে বেরিয়ে যাওয়ার দৃশ্য মনে করিয়ে দিয়েছে ১৬ বছর আগের জ়িনেদিন জ়িদানকে। রবিবার (১৮ ডিসেম্বর) রাতে লুসাইল স্টেডিয়াম দেখলো এমবাপ্পেকে।

ম্যাচের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হননি। তবে, ১৭ ঘণ্টা পর তিন শব্দে নিজের প্রতিক্রিয়া জানিয়ে টুইটারে এমবাপ্পে লিখেছেন,

‘আমরা ফিরে আসব।’

২০১৮তে রাশিয়া বিশ্বকাপে ১৯ বছর বয়সে ট্রফির স্বাদ পেয়েছিলেন এমবাপ্পে। এবারও প্রায় একাই দলকে ফাইনালে নিয়ে গেলেন। তবে, অল্পের জন্য কাপ হাতছাড়া।

এমবাপ্পের এই টুইটের পর অনেকেই মনে করছেন, আগামী বিশ্বকাপের জন্য ফের নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়বেন এমবাপ্পে।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ১৯ ডিসেম্বর ২০২২

Back to top button